নতুন বছর শুর হতেই উৎসবের আনন্দে মেতে ওঠেন মেক্সিকানরা। কেক বিতরণকেকের আয়তন প্রায় এক কিলোমিটার। আর ওজনে ৯ হাজার ৩৭৫ টন। এমনই সুবিশাল কেক তৈরি করা হয়েছে মেক্সিকোতে। কেকের এই ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতেও।
প্রত্যেক বছরেই তারা বিভিন্ন খাবার তৈরি করেন। সুবিশাল এই কেকটির নাম দেয়া হয়েছে 'রোসকা দে রেইস'। যাদের মিষ্টি খাওয়া নিষেধ, তাদের জন্য কেকটির একটি অংশ মিষ্টি ছাড়া তৈরি করা হয়েছিল।
প্রায় ২ হাজার ১৪২ জন কারিগর মিলে এই কেকটি তৈরি করেন। জানা গেছে, প্রথমে মেক্সিকান সিটির জায়েন্ট পস্নাজায় কেকটি নিয়ে আসা হয়। উৎসবের সময় প্রায় আড়াই লাখ মানুষকে কেকটি খাওয়ানো হয়েছে।
মন্তব্য