logo

সুনামগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত


সুনামগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৭ উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন,বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের ঐতিহ্যবাহী যাদুঘরের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

এতে বিভিন্ন শ্রেণীপেশার নরনারী ও শিশুরা অংশ নেন।  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আই সিটি) মোঃ শফিউল আলম। এছাড়া ও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম.ব্র্যাকে জেলা প্রতিনিধি মোঃ মণিরুজ্জামান প্রমুখ।

 

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। নেতৃবৃন্দরা বলেন,এই সমাজ থেকে বাল্যবিবাহ রোধ করতে হলে শিক্ষার পাশাপাশি সচেতনতার কোন বিকল্প নেই। এজন্য প্রতিটি গ্রামগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। 

 

মন্তব্য

উপর