logo
শিরোনাম

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী  গ্রেফতার

আশু‌লিয়ায় ৭০ পিচ ইয়াবাসহ চি‌হ্নিত দুই মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছেন পু‌লিশ। গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে পু‌লিশ থানায় বা‌দী হ‌য়ে এক‌টি দ্রব্য আই‌নে মামলা ক‌রে । 
বুধবার আশু‌লিয়া বাস স্ট্যা‌ন্ড থে‌কে তা‌দের আট‌কের পর সন্ধ্যায় আদা‌ল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। 


‌গ্রেফতারকৃতরা হ‌লেন, আশু‌লিয়া থানাধীন টঙ্গাবা‌ড়ি মা‌ঝিপাড়া এলাকার আ‌জিজুর রহমা‌নের ছে‌লে রা‌সেল আহ‌ম্মেদ(২২), অপরজন একই এলাকার আ‌নোয়ার হো‌সে‌নের ছে‌লে সোরহাব (২৫), আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক (এসআই ) মু‌কিব হাসান জানান, গতকাল মরাগাং এলাকায় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ৫০ পিচ ইয়াবাসহ রা‌সেল না‌মের মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার করা হয়। পরে তার সহ‌যো‌গীদের ধর‌তে তা‌কে নি‌য়ে একই এলাকায় অ‌ভিযান চালা‌নো হয়। এসময়  সোহরাব না‌মের আ‌রও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প‌রে তার দেহ তল্লাশী‌ করে ২০পিচ ইয়াবা পাওয়া যায়। 


‌তি‌নি আরও জানান, তা‌দের নি‌য়ে একই এলাকার পৃথকস্থা‌নে অ‌ভিযান প‌রিচালনা করা হ‌লে আর কাউ‌কে গ্রেফতার করা সম্ভব হয়‌নি। প‌রে তা‌দের বিরু‌দ্ধে বুধবার এক‌টি মাদকদ্রব্য আই‌নে মামলা দি‌য়ে আদাল‌তে প্রেরণ করা হয়। 

মন্তব্য

উপর