logo
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল খবর এক ক্লিকে পড়তে ক্লিক করুন

না ফেরার দেশে চলে গেলেন এমপি গোলাম মোস্তফা


না ফেরার দেশে চলে গেলেন এমপি গোলাম মোস্তফা

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি গোলাম মোস্তফা আহমেদ (ইন্না লিল্লাহে..... রাজিউন)।

 

মরহুমের ভাতিজা লাভলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউনিয়নের নিজ গ্রামে মরহুম গোলাম মোস্তফাকে দাফন করা হবে। তবে কখন ও কবে তাকে দাফন করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়ার পর এমপি মোস্তফার দাফনের সময় জানানো হবে বলে জানান লাভলু।

 

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এমপি গোলাম মোস্তফাসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে এমপি গোলাম মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আহতের এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য

উপর