logo
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল খবর এক ক্লিকে পড়তে ক্লিক করুন

নিজের বিয়েতে আদরের সন্তানকেও সাজাতে ভুলেনি শুভশ্রী! কি অবাক হয়ে গেলেন তো?


নিজের বিয়েতে আদরের সন্তানকেও সাজাতে ভুলেনি শুভশ্রী! কি অবাক হয়ে গেলেন তো?

বিয়েতে আদরের সন্তানকেও – রাজ-শুভশ্রীর বিয়ে বলে কথা।  কলকাতা থেকে কিছু দূরে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসেছিলো বিয়ের  আসর। সেজেগুজে হাজির আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরাও

তবে শুধু বন্ধু-বান্ধবই নয়, বিয়েতে হাজির হয়েছে বিশেষ একজনও। ইনি হলেন শুভশ্রীর আদরের সন্তান। কি চমকে গেলেন তো?

আজ্ঞে হ্যাঁ, সন্তানই বটে। নাম জিলাটো। শুভশ্রীর আদরের পোষ্যা। যাকে কিনা নিজের সন্তানের মতই মনে করেন শুভশ্রী।

আগলে রাখেন। বিয়ের অনুষ্ঠানেও তাই জিলাটোকে নিয়ে আসতে ভোলেননি শুভশ্রী।  গলায়স মালা পরে সেজেগুজে আর সবার মতই বিয়ের অনুষ্ঠানে হাজির সে। গায়ে  হলুদের পর জিলাটোকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেছেন শুভশ্রী। তাকে দেখে বেশ  বোঝা যাচ্ছে যে সে খোশ মেজাজেই রয়েছে।
 আনন্দে সকলের সঙ্গে ছবিও তুলল জিলাটো।
 জিলাটোকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেছেন শুভশ্রী। সূত্র: প্রবাস নিউজ

মন্তব্য

উপর