logo
শিরোনাম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল খবর এক ক্লিকে পড়তে ক্লিক করুন

যশোরে তরুণলীগ নেতাকে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল


যশোরে তরুণলীগ নেতাকে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

যশোরে জেলা তরুণলীগ এবং অটোবাইক কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম (৩৫) কে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের আটকের দাবীতে তার লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী তরুণলীগের নেতা কর্মীরা।একই প্রতিবাদে আজ শহরে ইজিবাইক চলাচলও বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাতে যশোর শহরের পালবাড়ি ভাস্কার্য মোড়ে সন্ত্রাসীদের বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হন তরুণলীগ নেতা মনিরুল শেখ।লাশের ময়না তদন্ত আজ সোমবার সকালে সম্পন্ন হয়েছে।এঘটনায় আরো দু'জন আহত হন।তাদের অবস্থাও আশংকাজনক। ইজিবাইক বন্ধের কারন জানতে চাইলে যশোর জেলা অটোবাইক চালক সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমাদের সংগঠনের নেতা মনিরুল খুন হয়েছেন। সেকারণে আমরা সকাল থেকে ইজিবাইক চলাচল বন্ধ রেখেছি। এছাড়াও যশোর জেলা অটোবাইক চালক সোসাইটির সভাপতি আব্দুর সবুর বলেন, গতরাতে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুল খুন হন। তিনদিন আগে উপশহরে ইজিবাইকচালক তুরান খুন হলো। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারলো না। এই দুইজনের খুনিদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা শহরে ইজিবাইক চলাচল বন্ধ রেখেছি। জেলা তরুণলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও বিচারের দাবিতে মনিরুলের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। যশোরের ট্রাফিক ইন্সপেক্টর সাখাওয়াৎ হোসেন বলেন, সকাল থেকে শহরে ইজিবাইক চলাচল করছে না। কেনো চলাচল করছে না- তা বলতে পারবো না। তবে শহরে কোনো যানজট নেই। জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, মনিরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য

উপর