logo
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল খবর এক ক্লিকে পড়তে ক্লিক করুন

ভাঁজ করলে ফোন, খুললে ট্যাব


ভাঁজ করলে ফোন, খুললে ট্যাব

ফোল্ডিং ডিসপ্লের ফোন আগামী দিনের ট্রেন্ড। এই ট্রেন্ডে সামিল হচ্ছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এক্স নামে একটি ফোল্ডেবল ফোন আনছে। এতে থাকছে ৩.৫ ইঞ্চির দুইটি ওলিড ডিসপ্লে।

প্রাইজপোনি ওয়েবসাইটের তথ্য মতে ২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং তাদের ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এক্স প্রদর্শন করবে। এরপরেই এটি বাজারে বিক্রির ঘোষণা দেবে।

স্যামসাং এক্স ফোনটির ডিসপ্লে আনফোল্ড করলে এটি হবে ৭ ইঞ্চির। আবার ভাঁজ করে ৩.৫ ইঞ্চি আয়তন হিসেবেও ব্যবহার করা যাবে।

এর আগে বিভিন্ন সূত্র জানিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এক্স ফোনটি ‘ভ্যালি’ কোড নেমে তৈরি করছে। এরপর এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘উইনার’। সর্বশেষ ফোনটি নাম গ্যালাক্সি এক্স নির্ধারিত হয়।

নতুন এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি ভাঁজ করলে ফোনের আকার নেবে। ভাঁজ খুলে ট্যাবের মত ব্যবহার উপযোগী।

ডিভাইসটির দাম হতে পারে ৯৫০ ডলার।

মন্তব্য

উপর