logo

চাঁদ দেখা যায়নি মধ্যপ্রাচ্যে, সৌদিতে রমজান শুরু বৃহস্পতিবার


চাঁদ দেখা যায়নি মধ্যপ্রাচ্যে, সৌদিতে রমজান শুরু বৃহস্পতিবার

সৌদি আরবের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।অর্থাৎ সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে সম্ভবত শুক্রবার থেকে। সাধারণত ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা বা ঈদ হয় বাংলাদেশে।

সৌদির বিভিন্ন গণমাধ্যম জানায়, সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানদের বুধবার মধ্যরাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবে। 

টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আরব নিউজ বলছে, বৈরী আবহাওয়ার কারণে চাঁদ দেখা কমিটিকে চাঁদ দেখার সময় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এখন সার্বিক বিষয় বিবেচনা করে সৌদি হাইকোর্ট রমজানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়। 

প্রসঙ্গত প্রতি বছরের মতো এবারও সারাবিশ্বের ১৫০ কোটি মুসলমানের নিকট রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। পবিত্র এ রমজান মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যান্ত পর্যন্ত সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।

মন্তব্য

উপর