logo
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল খবর এক ক্লিকে পড়তে ক্লিক করুন

কমলগঞ্জে রমযান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি


কমলগঞ্জে রমযান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি

পবিত্র রমযান মাসকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।১৬ মে ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফাউন্ডেশন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ কার্যালয়ের সিনিয়র ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী। এর আগে মঙ্গলবার বিকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি ভানুগাছ বাজারসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা তালামীয সভাপতি এনামুল হক চৌধুরী তাওহিদ, সম্পাদক সোহেল আহমেদ সাদ্দাম, জেলা তালামীয সদস্য শাহ মো. আব্দুল জলিল। এদিকে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা শমশেরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে শমশেরনগর রাজারে রমযান মাসকে স্বাগত জানিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রসেনা সভাপতি মাহমুদুল হক সুমন, ইউনিয়ন সেনা সভাপতি মুহিবুর রহমান রাসেল, সম্পাদক আহমেদ রাজু।  

মন্তব্য

উপর