logo
Left-side-ad-projonmo.com
right float
শিরোনাম
app download

এতিম শিশু দের সাথে পিঠা উৎসব নব অঙ্গীকার


এতিম শিশু দের সাথে পিঠা উৎসব নব অঙ্গীকার

এসো সকলে করি অঙ্গীকার থাকবো সাথে মানবতার, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী হবার প্রয়োজন নেই। ইচ্ছা শক্তির জোরেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব, ঠিক তেমনি আজ খুলনা মহেশ্বর পাশা সরকারি ছোট শিশু নিবাসের এতিম শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে সেচ্ছাসেবী সংগঠন "নব অঙ্গীকার " এ উৎসবে প্রধানত অতিথি ছিলেন শিশু নিবাসের  উপ তত্ত্বাবধায়ক  জনাব 'জাকরিন কাদির', সহ নিবাসের সকল কর্মচারী, ও নব অঙ্গীকারে সকল উপদেষ্টা বিন্দু,  উক্ত উৎসবে সভাপতিরি দায়িত্ব পালন করেন, সংগঠনের সভাপতি,,জনাব মিঠিলা রহমান, এবং উৎসব পিরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব, মোঃ নাছিম উদ্দীন গাজী,,  আরো ছিলেন সহসভাপতি ফারজানা আক্তার মিমি, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম,প্রমুখ

উক্ত উৎসবে সমাপনী বক্তব্য দেন  সংগঠনের সভাপতি মিঠিলা রহমান, তিনি বলেন সংগঠনে আরো শক্তি শালী করে তুলে,সকল অসহায়, মানুষের পাশে দাড়িয়ে আমার তাদের মুখে হাসি ফোটাতে চাই।


দৈনিক প্রজন্ম ডট কম/জুনায়েদ

মন্তব্য

উপর