logo
Floating 2
Floating

‘নীচু জাতের’ ছেলের সঙ্গে প্রেম করায় মেয়ের সাথে বাবার কান্ড!


‘নীচু জাতের’ ছেলের সঙ্গে প্রেম করায় মেয়ের সাথে বাবার কান্ড!

একই সাথে লেখাপড়া করতেন দুইজন। সেখান থেকেই দুজন দুজনকে মন দিয়ে বসেন। তবে তাতে বাঁধ সাধলেন মেয়েটির বাবা। কারণ ছেলেটি 'নীচু জাতের'।

ওই ছেলের সঙ্গে মিশতে মেয়েকে একাধিকবার নিষেধ করেছিল বাবা। এরপরেও তাদের ভালোবাসার কমতি ছিল না। শেষ পর্যন্ত দুজনের ভালোবাসা শেষ করতে নিজের মেয়েকেই হত্যা করলেন পাষণ্ড বাবা।

এমনই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ প্রদেশে। 'নীচু জাতের' ছেলের সঙ্গে প্রেম করার অভিযোগে মেয়েকে হত্যা করেছে এক পাষণ্ড বাবা।

জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ভেংকা রেড্ডি। তিনি তার মেয়েকে নিম্ন বর্ণের ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় হত্যা করে। ছেলেটি তার মেয়ের সহপাঠী ছিল। সোমবার সকালে বৈষ্ণবী (২০) নামের ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। ইতিমধ্যে রেড্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শ্রীনিবাস রাও বলেন, মেয়েটির বাবার সন্দেহ ছিল তার মেয়ে ওই ছেলের সঙ্গে গোপনে পালিয়ে যাবে তাই তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এছাড়া খবরে বলা হয়েছে, মেয়েটির বাবা তাকে (মেয়েকে) ওই ছেলের সঙ্গে মিশতে অনেকবার নিষেধ করেছিল।

মন্তব্য

উপর