বরিশালে পরীক্ষার হল থেকে কিছু প্রশ্নপত্র সরিয়ে ফেলার দায়ে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে অব্যাহতির সুপারিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি সদর উপজেলার চন্দ্রমোহন আরএম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণিত পরীক্ষার ৪০০টি প্রশ্নের পরিবর্তে ৩৯৮টি প্রশ্নপত্র পান।
এছাড়া পরীক্ষার হলে গণিত পরীক্ষার দিন একই বিষয়ের হল পরিদর্শক না থাকার নিয়ম থাকলেও গণিত শিক্ষকই দায়িত্ব পালন করছিলেন।
এমন নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব কোনো সদুত্তর দিতে না পারায় ওই শিক্ষকসহ কেন্দ্র সচিব মকবুলুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
সূত্র:somoynews
মন্তব্য