logo
Floating 2
Floating

মনোনয়ন পত্র জমা দিলেন জেসমিন নাহার মিনু


মনোনয়ন পত্র জমা দিলেন জেসমিন নাহার মিনু
আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন  রৌমারী মহিলা আওয়ামীলীগ ও মহিলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জেসমিন নাহার মিনু।সকালে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন,রৌমারী ৪নং সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,২নং শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল,৬নং চরশৌলমারী ইউপি চেয়ারম্যান ফজলুল হক মন্ডল সহ প্রমূখ।

জেসমিন নাহার মিনু কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও রৌমারী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদত জাইদুল ইসলাম মিনুর স্ত্রী। কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য।দৈনিক প্রজন্ম ডট কম/ জো, ই/

মন্তব্য

উপর