logo
Floating 2
Floating
শিরোনাম

মদনে আগুনে পুড়ল ২১ ব্যবসায়ীর কপাল!


মদনে আগুনে পুড়ল ২১ ব্যবসায়ীর কপাল!

নেত্রকোনার মদন উপজেলার সর্ববৃহৎ দেওয়ান বাজারে মঙ্গলবার রাতে আগুনে এক বসতঘরসহ ২১ দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।


কাপড় ব্যবসায়ী আশিশ পালের দোকান ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণ করে শতাধিক দোকান ঘর রক্ষা করতে পারলেও ২১ দোকান ও ১ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানিদের মধ্যে শুরু হয়েছে হাহাকার। ওই রাতেই উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আশিশ পাল, মন্টু চন্দ্র দাস, বিরান্দ্র পাল, শীতল পাল, দেব দুলাল পাল, পালন চন্দ্র পাল, প্রদীপ চন্দ্র রায়, দীপক পাল, সাইফুল ইসলাম, শফিক মিয়া, সুনীল কর্মকার, অনুকূল কর্মকার, দিলি কর্মকার, সুধন চন্দ্র কর্মকার, গোপাল কর্মকার,চঞ্চল কর্মকার, আরাধন কর্মকার, মো. কিরন মিয়া, উজ্জ্বল পাল, গোলাপ মিয়া, আলী আহম্মদ ও আক্কাস মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে দীপক পাল, শীতল পাল, প্রদীপ চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো আমাদের দোকানের কর্মচারীরা খাবারের জন্য বাড়িতে চলে যাওয়ায় সব দোকান তালা দেয়া থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আশিশ পালের দোকানঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ২১ দোকান ঘর ও ১টি বসতঘর পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান জানান, দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের পুনর্বাসনের জন্য সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়া হয়েছে।


দৈনিক প্রজন্ম ডটকম /  জা.আ

মন্তব্য

উপর