logo
Floating 2
Floating
শিরোনাম

নতুন আইনের সচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহের সড়কে পুলিশের লিফলেট বিতরন


নতুন আইনের সচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহের সড়কে পুলিশের লিফলেট বিতরন

দেশের সড়কে শৃঙ্খলা ফিরাতে প্রনিত নতুন আইন সড়ক পরিবহন-২০১৮ কার্যকর ও আইন সম্পর্কে জনসচেতন করতে সড়কে নেমেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝিসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

সড়কে চলাচলরত পরিবহন চালক, যাত্রীসহ সকলকে সচেতনামূলক লিফলেটেরর মাধ্যমে মেনে চলার বিভিন্ন নির্দেশনা তুলে দেন দিচ্ছেন ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর পাটগুদাম ট্রাফিক মোড়ে "সড়ক পরিবহন আইন -২০১৮"(কার্যকর ১ নভেম্বর -২০১৯) বিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

এ সময় রেঞ্জ ডিআইজি বলেন, সড়কে মৃত্যু প্রতিরোধে আইন প্রনয়ন করা হয়েছে। আইন প্রয়োগের চাইতে আইন মেনে চলায় সচেতনতা বৃদ্ধি হলে সড়কে মৃত্যু প্রতিরোধ হবে। জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে, আইন মেনে চললে সড়কে অনাকাঙ্খিত মৃত্যু রোধ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা ও অন্যান্য অতিথিবৃন্দ।

মন্তব্য

উপর