logo
Floating 2
Floating
শিরোনাম

যশোর জেনারেল হাসপাতালে ইসিজি ও এক্সেরে মেশিন দিলেন শাহীন চাকলাদার।


যশোর জেনারেল হাসপাতালে ইসিজি ও এক্সেরে মেশিন দিলেন শাহীন চাকলাদার।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদারের নিজ অর্থায়নে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইসিজি ও এক্সরে মেশিন ( প্রটোকল-১০০ এমএ )  দেয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করেন শাহীন চাকলাদার । 
এসময় তিনি বলেন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেদের সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। গরীব অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতা কর্মীও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন । এ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মরবে না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, যশোরের সিভিল সার্জল আবু শাহীন, বিএমএর সাধারণ সম্পাদক আবুল বাশার, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম শাপলা নেতা তৌহদ চাকলাদার ফন্টু,কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ। 
হাসপাতালের এক্সরে বিভাগের ইনচার্জ মৃত্যুঞ্জয় জানান, এক্সরে মেশিনটি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এক্সরে করা যাবে।


মন্তব্য

উপর