logo
Floating 2
Floating
শিরোনাম

ক্রেতার ছদ্মবেশ ধরে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করলো যশোর ডিবি পুলিশ।


ক্রেতার ছদ্মবেশ ধরে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করলো যশোর ডিবি পুলিশ।

ক্রেতার ছদ্মবেশ ধরে মাদক ব্যাবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে যশোর ডিবি পুলিশের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে যশোরের চৌগাছা থানাধীন চান্দা (আফরা) খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চৌগাছা থানাধীন চান্দা (আফরা) গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী আলিমুননেছা রেকসোনা (৫৯), তার সহযোগী একই গ্রামের আবুল বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম (২৪) ও মাদক সরবরাহ দাতা একাধিক মাদক মামলার আসামী তেতুলবাড়ীয়া এলাকার এলেমের ছেলে মনিরুল ইসলাম (৩৬)।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, মাদক বেচাকেনার গোপন খবরে ক্রেতা সেজে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে চান্দা (আফরা) খালপাড়া এলাকা থেকে ৬ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাজ্ঞী আলিমুননেছা ও তার সহযোগী শফিকুলকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, তেতুলবাড়ীয়া সাকিনস্থ এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামী মনিরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ধৃত আসামী আলিমুননেছার বিরুদ্ধে নড়াইল জেলা ও যশোর জেলায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এসআই মফিজুল।

মন্তব্য

উপর