logo
স্পোর্তিংয়ের আত্মঘাতি গোলে জয় পেয়ে শীর্ষে বার্সা
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০১৭ ১২:৩১:২৮

লা লিগার মতো চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার জয়রথ চলছে। স্পোর্তিং লিসবনের মাঠে কষ্টের জয়ে গ্রুপের শীর্ষে আছে এরনেস্তো ভালভেরদের দল।

 

স্পোর্তিং লিসবনের মাঠে রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার ম্যাচের শুরু থেকেই বলকে নিজেদের দখলে রাখলেও ভালো কোনো আক্রমণ তৈরি করতে পারেনি বার্সেলোনা।

 

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৪৯তম মিনিটে। মেসির ফ্রি-কিকে বল জটলার মধ্যে থাকা সুয়ারেসের মাথায় লেগে যাচ্ছিল গোলের উল্টো দিকে। কিন্তু ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়েতেসের গায়ে লেগে তা জালে ঢুকে যায়।

 

অবশেষে আত্মঘাতী গোলে ৪৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে বল জটলার মধ্যে থাকা সুয়ারেসের মাথায় লেগে যাচ্ছিল গোলের উল্টো দিকে। কিন্তু ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়েতেসের গায়ে লেগে তা জালে ঢুকে যায়। ফলে ১-০ তে এগিয়ে যায় বার্সা।

 

তবে ম্যাচের ৭১তম মিনিটে সমতায় ফেরার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি স্পোর্তিং। ডি-বক্সের ভেতর থেকে ব্রুনো ফের্নান্দেসের জোরালো শট দক্ষতার সঙ্গে আটকায় দেন জার্মান গোলরক্ষক টের স্টেগেন।  ফলে শেষ পর্যন্ত ১-০ গেলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

সম্পাদকঃ সৈয়দ রফিকুল জামাল
প্রজন্ম নিউজ - এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

প্রজন্ম নিউজ মিডিয়া লিমিটেড
২২ সেগুনবাগিচা, ঢাকা- ১০০০
ফোন: +৮৮-০২ ৮৩৯১৬৭১-৩, ফ্যাক্স: +৮৮-০২ ৮৩৯১৬৭২
নিউজ রুম-হটলাইন: ০১৭৭৮১৪৮৫৬৬
নিউজ ও বিজ্ঞাপনঃ: dailyprojonmo@gmail.com, editordailyprojonmo@gmail.com