logo
Floating 2
Floating
শিরোনাম

সাতক্ষীরায় কে.এন পৌর একাডেমি’র ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


সাতক্ষীরায় কে.এন পৌর একাডেমি’র ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কে.এন পৌর একাডেমি’র প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পলাশপোল স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ ডা. আবুল কালাম।

 এসময় তিনি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা হচ্ছে কাদার দলা। যেমনভাবে তাদের শিক্ষা দেওয়া হবে ঠিক সেটাই গ্রহন করবে। আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদেরকে ও সন্তানদের প্রতি যত্বাবান হতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমান ও পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু। 

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় কে.এন পৌর একাডেমি’র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

উপর