logo
Floating 2
Floating

বগুড়া-৩ আসনে খোকার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল


বগুড়া-৩ আসনে খোকার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আসামি আব্দুল মোমিন তালুকদার খোকার প্রার্থিতা বাতিলের দাবি করা হয়েছে। দুপচাঁচিয়ার বাসিন্দা এম সরওয়ার খান ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে এ আপিল দায়ের করেন।

আপিল দায়েরকারী এম সরোওয়ার খান জানান, প্রার্থিতার আবেদনপত্রে খোকার স্বাক্ষর নিয়ে তার সংশয় আছে। তাছাড়া তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন। এজন্য তিনি এই আপিল দায়ের করেছেন।
যুদ্ধপরাধ মামলায় অভিযুক্ত হওয়ায় আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোওয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনাল। বর্তমানে তিনি নিখোঁজ আছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আব্দুল মোমিন তালুকদার খোকাকে মনোনয়ন দিলে তার মেয়ে নাসিমা মোমিন লাকি প্রার্থিতার আবেদন জমা দেন। বিকল্প হিসেবে তার স্ত্রী মাছুদা মোমিনকেও মনোনয়ন দেয়া হয়েছে। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ খোকার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।


দৈনিক প্রজন্ম ডট কম/জুনায়েদ

মন্তব্য

উপর