logo
Floating 2
Floating

সাতক্ষীরায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


সাতক্ষীরায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের পুরাতন আইনজীবি ভবন মিলনায়তনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান'র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মেস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ একটি শৃঙ্খল বৃহৎদল,এই দলের ভিতরে কোন বিভেদ নাই।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অথাৎ নৌকা প্রতীক কে বিজয় করতে হবে।তার জন্য আওয়ামী লীগের সকল স্থরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের সাথে ভাল আচরন করতে হবে এবং বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন কথা বলতে হবে। সাতক্ষীরা সদর আসনসহ সকল আসনের প্রতিটা কেন্দ্রে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পাহরা দিবে ভোট শেষ না হওয়া পর্যন্ত।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম,সহ- সভাপতি মুক্তিযোদ্ধা মো. ববুল খায়ের সরদার,দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন সাধারণ সম্পাদক মো. শাহাজান আলি,জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক ম. আবদুল মান্নান। সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মইনুল হোসেন'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক শেখ আবদুর রশিদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম,জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি,জিয়াউর বিন যাদু, সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি মো. গোলাম কিবরিয়া জাহিদ হোসেন,যুগ্ম- সম্পাদক ইনজামূল হক।এছাড়াও আরো বক্তব্য রাখেন,সদরের ১৪ টি ইউনিয়ন থেকে আগত  সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যগন প্রমূখ।


দৈনিক প্রজন্ম ডট কম/জুনায়েদ

মন্তব্য

উপর