logo
Floating 2
Floating

ডিসেম্বর মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত


ডিসেম্বর মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত ডিসেম্বর মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলো তথ্য নিম্নরূপ :

ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ১১৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ৮৮টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৬৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৮টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ১৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২৯টি; রংপুরে মাদকবিরোধী সভা ৬১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; খুলনায় মাদকবিরোধী সভা ২৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি; বরিশালে মাদকবিরোধী সভা ২৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩২টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১২টি।

ডিসেম্বর মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ৪২৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ১ হাজার ৯৮টি, ফিলার প্রচার হয়েছে ৯৭টি এবং মাদক বিরোধী অভিযান হয়েছে ৪ হাজার ৭২০টি। অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ও গুড়া, গাজা, ফেনসিডিল, হেরোইন, দেশি-বিদেশি মদ, বিয়ার, জাওয়া, ওয়াশ, নগদ অর্থ, যানবাহন ও মোবাইল সেট জব্দ করা হয়।

মন্তব্য

উপর