logo
Floating 2
Floating

বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকে আগুন


বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকে আগুন
বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর ঢাকা থেকে সিরাজগঞ্জ গামী রড বোঝাই একটি ট্রাকের  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ঢাকা-উত্তরবঙ্গ লেনে যান চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোশারফ হোসেন এই ঘটনা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সেতুর ৩৯ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ওই ট্রাকটি সেতুর ৩৯ নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে এবং তাৎক্ষণিক ভাবে সেতুর উপর থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে ফেলা হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ লেনে যান চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল।

মন্তব্য

উপর