logo
Floating 2
Floating
শিরোনাম

সাতক্ষীরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


সাতক্ষীরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়রাম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। পরে বিকাল ৫টায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ। বিদ্যালয়ের সভাপতি সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্রগ্রামের বিশিষ্ট শিল্পপতি নওয়াব আলী, সেলিনা নওয়াব, সেহেলি সফিক, সাবিনা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, আব্দুল মালেক, ম্যানেজিং কমিটি বিদ্যোৎসাহী আবুল খায়ের, অভিভাবক সদস্য আব্দুল গফফার, রুহুল আমিন, এড. শেখ জাহিদুর রহমান, শাহানারা খাতুন, আব্দুল মালেক প্রমূখ।


দৈনিক প্রজন্ম ডট কম/ জো, ই/

মন্তব্য

উপর