logo
Floating 2
Floating

আবাসিক হোটেল থেকে প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক যুগল আটক


আবাসিক হোটেল থেকে প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক যুগল আটক

কুমিল্লা নগরীর হোটেল ইশিতায় অভিযান চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক যুগল আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) রাতে কোতয়ালী মডেল থানার এসআই শাওন ও তাহার সঙ্গীয় পুলিশ সদস্যরা নগরীর শাসনগাছা হোটেল ইশিতায় অভিযান চালায়।

হোটেল ইশিতায় অভিযান চালিয়ে হোমনা পৌরসভা গোয়াইর ভাংগা নগরীর প্রবাসীর স্ত্রী আকলিমা (ছদ্দনাম) ও তাহার প্রেমিক সাজেদা ফাউন্ডেশন নামক এনজিওর সুপারভাইজার মুন্সি মোঃ জুলহাস কে আপত্তিকর অবস্থায় হোটেল ইশিতার ৩য় তলার গোপন কক্ষ হতে হাতে নাতে গ্রেফতার করে।

অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এসআই শাওন বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া বলেন, ভবিষ্যতে নগরী ও সদরের প্রতিটি আবাসিক হোটেলে অভিযান চলমান থাকবে।

মন্তব্য

উপর