logo
Floating 2
Floating

নুরকে ভিপি ঘোষণা করায় ছাত্রলীগের বিক্ষোভ


নুরকে ভিপি ঘোষণা করায় ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ছাত্রলীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। প্রায় ৩০ মিনিট পর্যন্ত অবরূদ্ধ রাখার পর সিনেট ভবন ছাড়েন ভিসি।

নুরকে সহসভাপতি (ভিপি) ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা সেখানে ফল মানি না বলে শ্লোগান দিচ্ছেন। এ ছাড়া ভুয়া ভুয়া বলেও শ্লোগান দিচ্ছেন তারা। এতে অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলেও, কর্মীরা বিক্ষোভ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট সোমবার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

পরে ডাকসুর নির্বাচিত জিএস গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতারা তাদের শান্ত করলে চারটার পর ভিসি সিনেট ভবন ত্যাগ করে। এসময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সামাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে নূরুল হক নূর পান ১১ হাজার ৬২ ভোট। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। ২০১৩–১৪ শিক্ষাবর্ষে এ শিক্ষার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন। তিনি পটুয়াখালীতে জন্ম গ্রহণ করেন।দৈনিক প্রজন্ম ডট কম/ জো, ই/২০১৯/২১

মন্তব্য

উপর