logo
Floating 2
Floating

বাবার লাশ কাঁধে নিয়ে ৪ মেয়ের আনন্দ নাচ! ভিডিও ভাইরাল


বাবার লাশ কাঁধে নিয়ে ৪ মেয়ের আনন্দ নাচ! ভিডিও ভাইরাল

মৃত্যুতে শোক তো সকলে করে। নাচ করার কথা কখনও কেউ ভেবেছে! তারপর মৃত্যু যদি নিজের বাবার হয়? এমনই অবাক কাণ্ড করেছেন নয়ডার চার কন্যা।

বাবার মৃত্যুতে কান্নাকাটির বদলে রাস্তায় নেমে নাচ করেছেন তাঁরা। চলুন, জেনে নেওয়া যাক কেন তাঁরা এমনটা করলেন।

পান সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি, গুটখা কিং নামে খ্যাত হরিভাই লালওয়ানির বৃহস্পতিবার রাতে ব্রেন স্ট্রোক হয়। শুক্রবার মারা যান তিনি। মৃত্যুর আগে মেয়েদের জানিয়ে যান তাঁর শেষ ইচ্ছা- তাঁর মৃত্যুতে যেন শোকযাত্রা না বার করা হয়, তার থেকে যেন শোভাযাত্রা বার হয়, ধুমধাম করে তাঁকে নিয়ে যাওয়া হয় শ্মশানের দিকে।

বাবার ইচ্ছেকে মর্যাদা দিয়ে মহা সমারোহের মধ্য দিয়ে তাঁর দেহ নিয়ে এগোন হরিভাইয়ের ৪ মেয়ে। ব্যান্ড বাজিয়ে শুরু হয় পথ চলা, সঙ্গে সদ্য পিতৃহারা ৪ বোনের নাচ। তাঁরাই বাবার দেহ কাঁধে তুলে শ্মশানে নিয়ে আসেন, মুখাগ্নিও করেন তাঁরা। ১৯৯০-এ দিল্লিতে ছোট্ট পানের দোকান খুলে যাত্রা শুরু করেন হরিভাই লালওয়ানি।

তাঁর ব্যবসা এত সফল হয় যে তাঁকে নাম দেওয়া হয় গুটখা কিং।দৈনিক প্রজন্ম ডট কম/ জো, ই/২০১৯/২৩

মন্তব্য

উপর