logo
Floating 2
Floating
শিরোনাম

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে।


বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও  আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর মহাসচিব মি: হুলিন ঝোও (Houlin Zhao) এর মধ্যেআজ এক বৈঠক অনুষ্ঠিত হয়।


আই টি ইউ এর সদরদপ্তরে  অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা ,স্বাস্থ্য খাত ও কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আই টি ইউ  কিভাবে  সহযোগিতা করতে পারে এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় ।

  জনাব পলক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায় পর্যন্ত ইন্টার্নেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে  ইনফো সরকার প্রকল্প -৩ ,কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, শেখরাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পসহ  সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা মহাসচিব  এর কাছে তুলে ধরেন।  মহাসচিব বলেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে।


দৈনিক প্রজন্ম ডটকম /  জা.আ

মন্তব্য

উপর