logo
Floating 2
Floating

বাকৃবিতে ‘নন-এন্টিবায়োটিক গ্রোথ প্রমোটার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বাকৃবিতে ‘নন-এন্টিবায়োটিক গ্রোথ প্রমোটার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘নন-এন্টিবায়োটিক গ্রোথ প্রমোটার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি ভেটেরিনারী  অনুষদ ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ  এগ্রোভেট ডিভিশনের যৌথ উদ্যোগে ওই সেমিনার আয়োজিত হয়।


বাকৃবি ভেটেরিনারী  অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ নিজাম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রফেসর প্রিয় মোহন দাস ও বিশেষ অতিথি হিসেবে স্কয়ার গ্রæপ প্রোডাক্ট ম্যানেজার রুবায়াত নুরুল হাসান, সেলস কোঅর্ডিনেটর কাজী রবিউল হাসান উপস্থিত ছিলেন।


সেমিনারে বক্তরা বলেন, প্রাণী খাদ্যে এবং চিকিৎসায় এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার এবং এন্টিবায়োটিক এর যথেচ্ছ ব্যবহার, অপব্যবহার এবং ভুল ব্যবহারে প্রানী এবং মানুষে যে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স প্রবণতা বেড়েই চলেছে তার ভয়াবহতা তুলে ধরে এন্টিবায়োটিক এর বিকল্প হিসেবে বোটানিক্যাল অয়েল (এসেন্সিয়াল অয়েল), এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে।


এতে বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও মার্স্টাসের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

উপর