logo
Floating 2
Floating

শেরপুরে এসজিসি’র বিনামূল্যে ৪ হাজার ২শ ৩০ প্যাকেট মশার কয়েল বিতরন


 শেরপুরে এসজিসি’র বিনামূল্যে ৪ হাজার ২শ ৩০ প্যাকেট মশার কয়েল বিতরন

দেশে মশা বাহিত রোগ কমাতে সেবামূলক সংগঠন সামস-৯২, এসিআই ও এসসি জনসন ও এর যৌথ সৌজন্যে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে শেরপুরের যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ে ও মাদ্রাসায় জনসচেতনতা তৈরি এবং বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের মাঝে ৪ হাজার ২শ ৩০ প্যাকেট মশার কয়েল বিতরন করা হয়।

চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড.কবিরুল বাশার, সামস-৯২ এর সভাপতি ফজলুর রহমান,  লায়ন্স ক্লাবের গভর্ণর মোঃ জোনায়েদ ইকবাল, যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহঃ প্রধান শিক্ষক ইসরাত জাহান রিতা, প্রাক্তণ সভাপতি মেজবাউল ইসলাম লিটন, শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মিল্টন, শেরপুর এসজিসির সভাপতি ও বিডি ক্লিন শেরপুর শাখার সমন্বয়ক আল-আমিন রাজু, ডা.আবু নায়িম মোহাম্মদ সোহেল ভিপিএম, ২নং চরশেরপুর ইউপি সদস্য নাঈম আহামেদ মনি প্রমুখ।এছাড়া বিনামুল্যে মশার কয়েল বিতরন শেষে, বিডি ক্লিন শেরপুরের উদ্যেগে, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শপথ বাক্য পাঠ ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।


দৈনিক প্রজন্ম ডটকম /  জা.আ

মন্তব্য

উপর