logo
Floating 2
Floating
শিরোনাম

গলায় বিস্কুট আটকে শিশুর মৃত্যু


গলায় বিস্কুট আটকে শিশুর মৃত্যু

মেহেরপুরে গলায় বিস্কুট আটকে মিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মিতা মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সামিরন মন্ডল মিলনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মিলন মন্ডল কলেজে ও স্ত্রী তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একমাত্র মেয়ে মিতা বাড়িতে রাখা বিস্কুট খাচ্ছিলো। একপর্যালে গলায় বিস্কুট আটকে গেলে তাপসী মন্ডল টের পান। অবস্থা বেগতিক দেখে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দীন স্বাধীন বলেন, হাসপাতালে যখন তাকে আনা হয় তখন সে মৃত ছিল।


দৈনিক প্রজন্ম ডটকম /  জা.আ

মন্তব্য

উপর