logo
Floating 2
Floating
শিরোনাম

কুবিতে প্রথমবারের মত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার


কুবিতে প্রথমবারের মত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯’। মঙ্গলবার(২৩ এপ্রিল) কলা ও মানবিক অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৫০১ নং কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সম্মেলনের আহ্বায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য।

সম্মেলনে আলাদা আলাদা অধিবেশনে মোট তিনটি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।

ইংরেজি বিভাগের প্রধান মো. আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে ‘উইলিয়াম শেক্সপিয়র’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ।

শেষ অধিবেশনে ‘সাহিত্যতত্ত্ব ও বাংলা ভাষা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য। এ অধিবেশনে সভাপতি হিসেবে থাকবেন বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।


দৈনিক প্রজন্ম ডটকম /  জা.আ

মন্তব্য

উপর