logo
Floating 2
Floating

এবার আসছে ‘তেরে নাম ২’ নায়ক সালমান থাকছে কি?


এবার আসছে ‘তেরে নাম ২’ নায়ক সালমান থাকছে কি?

সালমান খান তার দীর্ঘ চলচ্চিত্র জীবনে এ পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছেন এবং দর্শকপ্রিয়তা পেয়েছেন, সেগুলোর মধ্যে অন্যতম তেরে নাম। আজ থেকে ১৬ বছর আগে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রেম ও বিচ্ছেদে ঘেরা এ ছবিতে প্রেমিক ও মানসিক রোগীর চরিত্রে যেভাবে নিজেকে হাজির করেছিলেন সালমান, তার রেশ এখনো হয়তো কাটেনি অনেক দর্শকের। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এবং দুর্ঘটনাক্রমে ছেলেটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ছেলেটির ঠাঁই হয় পাগলা গারদে—সত্য এ ঘটনা অবলম্বনে নির্মিত হয় ছবিটি। ১৯৯৯ সালে তামিল ভাষায় নির্মিত সেথু ছবির রিমেক ছিল এটি। এবার সারা ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সে ছবির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন এর নির্মাতা সতীশ কৌশিক। যদিও ছবিটির গল্প নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

ছবিটি সেসময় এতোটাই জনপ্রিয়তা পায় যে বলি পরিচালক ছবিটির সাফল্যকে ব্যবহার করে সিনেপ্রেমীদের হৃদয়ে আবার ঝড় তুলতে চাইছেন।

আর সে কথা মাথায় রেখেই অনেকদিন থেকে ‘তেরে নাম ’ ছবির পরিচালক সতীশ কৌশিক ‘তেরে নাম টু’ নিমার্ণ করার কথা ভাবতে থাকেন। প্রয়োজন শুধু প্রথম ছবিটির মতো রোমান্টিক কাহিনীর।

বলি বাবলের খবর, ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন সতীশ । ১৬ বছর পর সেই ছবির সিকুয়েল নির্মাণের কাজে হাত দিবেন।২০১৯ সালের শেষের দিকেই এ ছবির শুটিং শুরু হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সতীশ কৌশিক বলেন, হ্যাঁ, এটা সত্যি। আমি ‘তেরে নাম টু’ নির্মাণ করতে যাচ্ছি। এখন শুধু এটাই বলতে পারি, প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিতেও ছবির প্রেক্ষাপট হবে প্রেম কাহিনী।

তেরে নাম সিনেমার প্রতিটি গান এখনও সিনেপ্রেমীদের মুখে মুখে। ছবিটি মুক্তির পর প্রশংসায় ভেসেছিলেন সালমান খান।

শাহরুখ, আমির খানদের মতো সালমান অভিনয়ে অতোটা পারদর্শী নয় বলেই মানা হতো এক সময়। তবে তেরে নাম ছবিতে সালমান খানের অনবদ্য অভিনয় সে বছর দক্ষ সব অভিনেতাকেও কুপোকাত করে দেয়।

তাই ছবির সিকুয়েলে সালমান খানই থাকবেন? এমন প্রশ্ন বলিমহলে ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে পরিচালক স্পষ্টতই জানান, ‘তেরে নাম টু’-তেও প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তার বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন সে বিষয় পরিচালক নিজেও ভাবছেন তিনি।

চিত্রনাট্টের ওপর তা নির্ধারণ হবে বলে তিনি জানান।

ছবিতে সালমানের বিপরীতে প্রশংসনীয় অভিনয় করেছেন ভূমিকা চাওলা। ছবিটি ছিল ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল মুভি সেতুর পুনঃনির্মাণ৷

এর কাহিনী সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে বলে তখন জানানো হয়েছিল।

তেরে নাম ছবির একটি জনপ্রিয় গান -


মন্তব্য

উপর