logo
Floating 2
Floating
শিরোনাম

মেসি-রোকুজ্জোর ছোটবেলার ছবি ভাইরাল


মেসি-রোকুজ্জোর ছোটবেলার ছবি ভাইরাল

কেমন ছিল মেসি-রোকুজ্জোর ছোটবেলার সম্পর্ক? সেটা বলে দিচ্ছে একটি ছবি। আর্জেন্টিনার একটি সংবাদপত্র ছবিটি প্রকাশ করার পর সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায় সমুদ্রপাড়ে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে খেলছেন মেসি-রোকুজ্জো। ছবিতে রোকুজ্জোর কাঁধে হাত দিয়ে হাটুগেড়ে বসে থাকতে দেখা যায় মেসিকে।

ছবিটি ১৯৯৮ সালের জানুয়ারি মাসের। মেসির বয়স তখন ১০। রোকুজ্জোর বয়স ছিল তখন ৯ বছর। ছবিটি আর্জেন্টিনার মার ডেল প্লাতার পুন্তা মোগেটেস সৈকতে তোলা হয়েছিল। সেই সময় নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলতেন হরমনজনিত সমস্যায় ভুগতে থাকা মেসি। বয়সভিত্তিক একটি টুর্নামেন্ট খেলতে দলের সঙ্গে মার ডেল প্লাতায় গিয়েছিলেন তিনি।


মেসি তার সতীর্থ ফ্রান্সিসকো লুদুয়েনিয়ার বাড়িতে ছিলেন ওই সময়। একদিন মোগেটেস সমুদ্র সৈকতে গিয়েছিলেন বন্ধুরা মিলে। আরেক সতীর্থ লুকাস স্কাগলিয়াও ছিলেন দলে। লুকাসের মামাতো বোন হলেন রোকুজ্জো। লুকাসের সঙ্গে রোকুজ্জোও সৈকতে যান সেদিন। এদিনই মেসি-রোকুজ্জোর পরিচয়। এর পরের গল্প তো সবারই জানা।


দৈনিক প্রজন্ম ডটকম /  জা.আ

মন্তব্য

উপর