logo
Floating 2
Floating
শিরোনাম

সরাইলে ল্যাপটপ বিতরণ


সরাইলে ল্যাপটপ বিতরণ

সরাইলে বিদ্যালয় পর্যায়ে মাল্টিমিডিয়া ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসে ক্ষুদ্ধ হয়েছেন ভাইস চেয়ারম্যানদ্বয়। দাওয়াত করলেও ব্যানারে তাদের নাম ছিল না।  বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দফতর কর্তৃক আয়োজিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানাযায়, সমগ্র উপজেলা ৮৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ৮৪ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

এ ছাড়া প্রত্যেক বিদ্যালয়কে ১টি করে ৮৪ টি প্রজেক্টরও দেওয়া হয়েছে। হুইল চেয়ার দেওয়া হয়েছে ৫ প্রতিবন্ধীকে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা। অনুষ্ঠানে আসেননি প্রধান অতিথি। অনুপস্থিত ছিলেন ব্যানারে নাম থাকা  বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকও। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথির দাওয়াত পেয়ে অনুষ্ঠানে আসেন দুই জনপ্রতিনিধি ভাইস চেয়ারম্যান আবু হানিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। কিন্তু বিশেষ তালিকায় ব্যানারে তাদের নাম না থাকায় দুজনই ক্ষুদ্ধ হয়েছেন। আবু হানিফ বলেন, দাওয়াত দিবেন আর ব্যানারে আমাদের নাম থাকবে না এটা অপমানজনক বিষয়। এমনটা করার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? ভবিষ্যতে এমন হলে সকলকে সাথে নিয়ে দেখব। রোকেয়া বেগম বলেন, দাওয়াত দিয়ে ব্যানারে নাম না লিখলে আগামীতে তাদের কোন অনুষ্ঠানে যাব না।মন্তব্য

উপর