logo
Floating 2
Floating
শিরোনাম

নকলায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান


নকলায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান

পবিত্র মাহে রমজানে খাদ্যে ভেজাল প্রতিরোধে শেরপুরে নকলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নকলা পৌর শহরের বাজারে এই অভিযান চলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৫টি খাদ্যদ্রব্য ও ফলের দোকানে জরিমানা করেন আদালত। এছাড়াও বিভিন্ন দোকান থেকে পচা খেজুর, আপেল ও আগুর জব্দ করা হয়।

অভিযানকালে পচা ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় না করার জন্য দোকানমালিকদের আরো সতর্ক হওয়ার আহবান জানান। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) রাজীব ভৌমিকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

মন্তব্য

উপর