logo
Floating 2
Floating
শিরোনাম

পংকজ চৌধুরী জয়ের কথা ও সুরে রাশেদ ও অনন্যা প্রমির “বিরহ ব্যথা”


পংকজ চৌধুরী জয়ের কথা ও সুরে রাশেদ ও অনন্যা প্রমির “বিরহ ব্যথা”

নবাগত কণ্ঠশিল্পী অনন্যা প্রমিকে সাথে নিয়ে এইবার জুটি বেঁধে গান করলেন ক্লোজআপওয়ান খ্যাত  কণ্ঠশিল্পী রাশেদ। আর গানটির কথা ও সুর করেছেন এই সময়ের আলোচিত সুরকার ও সংগীত পরিচালক পংকজ চৌধুরী জয়। ধারণা করা হচ্ছে এইবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে এলবামটি। "মনোবীণা'র" ব্যানারে এই এলবামের সকল কাজ ইতিমধ্যে সমাপ্ত করা হয়েছে । এলবামের  শিরোনাম চূড়ান্ত করা হয়েছে "বিরহ ব্যথা"।  গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও এখন প্রকাশিত না করলেও দুজনে একটি  ষ্টুডিও ভার্সনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিবেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

উপর