logo
Floating 2
Floating
শিরোনাম

কাল থেকে বসছে ২০১৯ সালের বাজেট অধিবেশন


কাল থেকে বসছে ২০১৯ সালের বাজেট অধিবেশন

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন। এদিন বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

জানা গেছে, এই অধিবেশনে আগামী ১৩ জুন(বৃহস্পতিবার) ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতিমধ্যে বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে গত ৩০ এপ্রিল শেষ হয় একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে পাঁচ কার্য দিবস চলে। দ্বিতীয় অধিবেশনে তিনটি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।

মন্তব্য

উপর