logo
Floating 2
Floating
শিরোনাম

মাওবাদী হামলা; ৫ পুলিশ নিহত


মাওবাদী হামলা; ৫ পুলিশ নিহত

ভারতে ঝাড়খণ্ডে আবারও হামলা চালিয়েছে মাওবাদীরা। শুক্রবার বিকেলে ঝাড়খণ্ডে সরাইকেলা-খরসোঁয়া জেলায় এ হামলা চালানো হয়েছে। মাওবাদীদের গুলিতে  ৫ পুলিশ নিহত হয়েছে।  

শুক্রবার তিরুলডিহি থানা এলাকার কুকুড়ু গ্রামে ওই হামলা চালিয়েছে মাওবাদীরা। 

পুলিশ বলছে, কুকুড়ুতে শুক্রবার বিকেলে সাপ্তাহিক হাট বসেছিল। হাটে টহল দিচ্ছিল পুলিশ। ৮ থেকে ১০ জন মাওবাদীর একটি দল বাজারে এসে পুলিশদের ঘিরে ধরে গুলি চালায়। এতে দুজন এএসআই ও তিনজন কনস্টেবল নিহত হন। মাওবাদীরা নিহত পুলিশদের আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে গেছে। 

প্রসঙ্গত, মাওবাদীরা গত ২৭ মে সরাইকেলা খরসোঁয়াতেই আইইডি বিস্ফোরণ ঘটালে ৮ জন কোবরা জওয়ান নিহত হন। আহত হন আরো ১৫ জন। এক মাসের মধ্যে পরপর দুটি বড়সড় হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে রীতিমতো চাপের মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের পুলিশ প্রশাসন।

মন্তব্য

উপর