logo
Floating 2
Floating

কুমিরকে বিয়ার খাওয়ানোয় দুই যুবক আটক


কুমিরকে বিয়ার খাওয়ানোয় দুই যুবক আটক

আমেরিকার ফ্লোরিডায় কুমিরকে বিয়ার খাওয়ানোর জেরে জেল হয়েছে দুই যুবকের। কুমিরছানাকে বিয়ার খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হওয়ায় এই বিপত্তি বাধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে নোয়া অসবোর্নে ফ্লোরিডার পাম সিটি থেকে ওই কুমিরছানাটিকে জব্দ করে। তারপর সেটি তুলে দেয় বন্ধু টিমোথির হাতে। আর সেই কুমিরকে জোর করে বিয়ার খাইয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এরপর পশুপ্রেমীরা প্রতিবাদ জানালে টিমোথি কেপ ও নোয়া অসবোর্নেকে গ্রেফতার করা হয়। পরে জামিন দেয় আদালত।

ভিডিওতে দেখা যায়, বাঁ হাতে কুমিরছানার ঘাড় শক্ত করে ধরে আছে টিমোথি। আর মাঝে মাঝে ডান হাতের কনুই ও কবজির মাঝের অংশ কুমিরটির মুখে সামনে ধরছে। তাকে ওই জায়গাটা কামড়ানোর জন্য প্রলুব্ধ করছে। এরপর দেখা যায় হাতে থাকা একটি বোতল থেকে এক ঢোক বিয়ার খেল যুবকটি। তারপর ওই বোতলটি থেকে একটু বিয়ার জোর করে ঢেলে দিল কুমিরটির মুখে।

মন্তব্য

উপর