logo
Floating 2
Floating

কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতি কালে ওয়ারেন্ট ভুক্ত এক ডাকাত গ্রেফতার


কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতি কালে ওয়ারেন্ট ভুক্ত এক ডাকাত গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতি কালে ডালিম নামে ওয়ারেন্ট ভুক্ত  ১ ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কুলিয়ারচর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত (১৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ভক্তলমারা ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই তালুকদার এর নেতৃত্বে এএসআই কামরুল হোসেন ভূইয়া ও এএসআই মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে  অভিযান  চালিয়ে ডালিম নামের ওই ডাকাতকে  গ্রেফতার করে। গ্রেফতার কৃত ডালিম উপজেলার ছয়সূতী  ইউনিয়নের নওগাঁও গ্রামের সেলিম মিয়ার ছেলে।
জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হাই তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ডালিমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরো জানান, তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর দেখা যায় তাঁর নামে কুলিয়ারচর থানায় একটি ডাকাতি মামলায় ওয়ারেন্টসহ আরো মামলা রয়েছে।
গ্রেফতার কৃত ডালিমকে ১৮ অক্টোবর শুক্রবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

উপর