logo
Floating 2
Floating
শিরোনাম

বাংলাদেশকে প্রথম সোনা জেতালেন দিপু চাকমা


বাংলাদেশকে প্রথম সোনা জেতালেন দিপু চাকমা

নেপালের এসএ গেমসে প্রথম সোনার পদক জিতলো বাংলাদেশ। সোমবার তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই পদক। বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন দিপু চাকমা।

 অবশেষে নেপালের কাঠমান্ডুতে চলমান এসএ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা।

তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে সোনার তালিকায়ও নাম উঠল বাংলাদেশের।

এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে সর্বোচ্চ দুটি সোনার পদক পেয়েছিল বাংলাদেশ। শারমিন রুম ও শাম্মি আক্তার দেশকে দুটি সোনা এনে দিয়েছিলেন। ২০০৬ সালে কলম্বোতে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মিজানুর রহমান।

মন্তব্য

উপর