logo
Floating 2
Floating
শিরোনাম

আওয়ামী লীগের সম্মেলনে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী আটক


আওয়ামী লীগের সম্মেলনে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী আটক

তখন রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন চলছে। এই মাঠে প্রবেশের প্রধান ফটকে পুলিশ তল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। তখনই ফেনসিডিলসহ ধরা পড়েন হাসান কবির (৩৫)। রবিবার (৮ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন তাকে আটক করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, তল্লাশির সময় হাসান কবিরের কোমরে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক হাসান কবির যুবলীগ কর্মী। তার বাবা গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। হাসান নানারকম অপকর্মের সঙ্গে জড়িত। হাসান কবিরকে আটকের সময় তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরীর সমর্থনে সরবরাহ করা হলুদ রঙের টি-শার্ট পরে ছিলেন। টি-শার্টে ফারুক চৌধুরীর ছবিও আছে।

মন্তব্য

উপর