logo
Floating 2
Floating
শিরোনাম

খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান


খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়, আদালতেই ফয়সালা হবে। এ মামলা তত্ত্বাবধায়ক সরকার আমলে করা মামলায় রায় হয়েছে। আদালতের রায় মানতে সবাই বাধ্য। কিন্তু সিনিয়র আইনজীবীরা রায় মানি না, মানবো না বলে এজলাস এলাকায় মিছিল করে অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, কোন সভ্য দেশে এ অরাজক অবস্থা চলতে পারেনা। 

আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে  সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে মাসব্যাপী বানিজ্য মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াউল হক প্রমুখ।


মন্তব্য

উপর