logo
Floating 2
Floating
শিরোনাম

সাইপ্রাসে জমকালো আয়োজনে সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের ইংরেজি বর্ষবরণ


সাইপ্রাসে জমকালো আয়োজনে সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের ইংরেজি বর্ষবরণ
জমকালো আয়োজনে এক অনুষ্টানের মধ্য দিয়ে ২০১৯ কে বিদায় জানিয়ে ইংরেজি নববর্ষ ২০২০ কে বরণ করে নিলো সাইপ্রাস প্রবাসী বাংলাদেশিরা।


অন্যান্য বছরের ন্যায় এবারও সাইপ্রাসে গঠিত 'সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ' এর উদ্যোগে চায়ালান পার্ক (বাংলাদেশ পার্ক) লেফকসার গ্রির্নাকাপি ফুটবল খেলার মাঠ সংলগ্ন এ বর্ষবরণ অনুষ্টানের আয়োজন করা হয়।


গত (১ জানুয়ারি) বূধবার দুপুরে পরিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া। 


অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাসের স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর এরহান আরিকলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হায়তা, লেফকসা'র জেলা প্রশাসক দুরদানে আবিআজি, স্থানীয় গেন্স টিভির বিশিষ্ট সাংবাদিক কিবরিস, হাকিকদ টিভির বিশিষ্ট সাংবাদিক মেহেম্মেদ এরজান ও ইন্টারন্যাশনাল ফরেইন এসোসিয়েশনের চেয়ারম্যান শহিদ মাহমুদ খালিদ প্রমুখ।


বর্ষবরণ অনুষ্ঠানে সংগঠনের ভাল-মন্দ দিক তুলে ধরে বক্তব্য রাখেন 'সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ' এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর শাহাদাৎ হোসাইন।


সংগঠনের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম নয়ন ভূঁইয়া, সহ-সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, প্রবাসী কল্যাণ সম্পাদক কোরবান আলী,  উপদেষ্টামন্ডলীর সদস্য মনিরুজ্জামান লিটন ও আলাউদ্দিন কাজী প্রমুখ।


পরে সারাদিনের অনুষ্ঠান শেষে স্থানীয় সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কয়েক হাজার সাইপ্রাস প্রবাসী বাংলাদেশিরা অংগ্রহণ করেন।

মন্তব্য

উপর