logo
Floating 2
Floating
শিরোনাম

যশোরে পৃথক অভিযানে ১২ কেজি গাজা উদ্ধার, আটক ৬


যশোরে পৃথক অভিযানে ১২ কেজি গাজা উদ্ধার, আটক ৬

যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ছয়জন নারী-পুরুষকে আটক করেছে কোতোয়লী থানা পুলিশ।   


কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান ও ইনসপেক্টর তুষার কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাতে শহরের পূর্ববারান্দী মোল্যাপাড়া, চাঁচড়া চেকপোস্ট, সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করেন।

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, পূর্ববারান্দী মোল্যাপাড়া থেকে  প্রথমে দুই কেজি গাঁজা উদ্ধারসহ সাবিনা বেগম (২৮), পারভীনা খাতুন (৩০) ও রুবেল ইসলাম বাবুকে (৩২) পুলিশ আটক করে। এরপর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আট কেজি গাঁজা উদ্ধারসহ ইফতিয়ার মন্ডল (৫০) ও সাইফুল ইসলামকে (২৫) আটক করা হয়। তারা শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। একইরাতে পুলিশ সদরের সরদার বাগডাঙ্গা গ্রাম থেকে দুই কেজি গাঁজা ও চার বোতল ফেনসিডিলসহ বিপুল হোসেন (৩৫) নামে একজনকে আটক করে।

প্রেসব্রিফিংকালে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, সদর ফাঁড়ির ইনসপেক্টর তুষার কুমার মন্ডল, ইনসপেক্টর সুমন ভদ্র ও ইনসপেক্টর সমীর কুমার সরকার উপস্থিত ছিলেন।

মন্তব্য

উপর