logo
Floating 2
Floating
শিরোনাম

সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজেন আগামী ১৭ জানুয়ারী থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’ ফুটবল খেলা। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য স.ম সেলিম রেজা, আবুল কাশেম বারর আলী, রেফারী আসাদুর রহমান আসাদ, সাম্মু, আব্দুল গফ্ফার, হারু, মাহবুবসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও, স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও জেলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

       


মন্তব্য

উপর