logo
Floating 2
Floating
শিরোনাম

সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি ফুটবল অনুষ্ঠিত


সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি ফুটবল অনুষ্ঠিত
সাইপ্রাসে 'সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ' এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটিতে অবস্থানরত বাাংলাদেশিদের এক আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে বলে খরব পাওয়া গেছে। উক্ত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাসেের বিশিষ্ট সাংবাদিক হোসাইন কিরাল।


উক্ত খেলার শুভ উদ্বোধন করেন সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ এর সভাপতি মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া।


সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ এর সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয় এক মেসেঞ্জার বার্তায় এ প্রতিনিধিকে জানান, সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (৯ ফেব্রুয়ারি) রোববার এক আলোচনা সভা শেষে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দেশটির চায়ালান স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে শেষ হয়  বিকেল ৩ টায়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি বিবাহিত দল বনাম অবিবাহিত দল।


দুই ঘন্টার এ খেলায় বিবাহিতরা অবিবাহিতদের ৩ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন আর অবিবাহিতরা কোন গোল করতে পারেনি।


খেলা শেষে প্রধান অতিথি সাইপ্রাসের বিশিষ্ট সাংবাদিক হোসাইন কিরাল ও সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ এর সভাপতি মোহাম্মদ ইসমাইল ভূইয়া বিজয়ীদের হাহে পুরস্কার তুলে দেন এবং খেলাতে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানাম।

মন্তব্য

উপর