logo
Floating 2
Floating
শিরোনাম

ভালোবাসা দিবসে রক্তদান উৎসব।


ভালোবাসা দিবসে রক্তদান উৎসব।

বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে যশোরে উচ্ছাসের কমতি ছিল না। যে যার মতো করে উৎসব উদযাপন করেছেন। শহরের পৌর উদ্যান ছিল সব বয়সের মানুষের ভিড়। পসরা সাজিয়ে বসেন শৌখিন ফুল বিক্রেতারা। তাদের কাছ থেকে ফুল কিনে নিজেদের সাজান উৎসবমুখর মানুষেরা।
আবার বৃক্ষপ্রেমিক হিসেবে পরিচিত যশোরের গাজী আব্দুল ওয়াহেদ গাছ বিতরণ করে সবার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।
এসব আয়োজনের মাঝে ভিন্নধর্মী আরেকটি উদ্যোগ দৃষ্টি কাড়ে নাগরিকদের। সেটি ছিল ভালোবাসা দিবসে রক্তদান উৎসব। রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট, আমার যশোর এবং উৎসব টেকনোলজিস এই আয়োজন করে।
রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাঙ্গণে শুক্রবার সকালে রক্তদান উৎসব উদ্বোধন করেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
উৎসবে আরো শরিক হয়েছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব সেক্রেটারি আহসান কবীর প্রমুখ।
ভালোবাসা দিবসে রক্তদানের মতো মহৎ আয়োজন যশোরে নতুন কিছু না। উৎসব টেকনোলজিসের সিইও অজয় দত্ত বেশ কয়েকবছর আগে এই আয়োজন শুরু করেছিলেন। এবারো মূলত তারই উদ্যোগে এই উৎসব হলো।
সকাল থেকেই উৎসাহীরা ভিড় জমিয়েছেন রক্ত দিতে।

অজয় দত্ত জানালেন ৪০ ব্যাগের বেশি রক্ত সংগ্রহ হয়েছে। সংগ্রহ ১০০ ব্যাগ ছাড়াবে বলে তার আশা।

মন্তব্য

উপর