logo
Floating 2
Floating
শিরোনাম

বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, পরিস্থিতি ভয়াবহ হতে পারে


বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, পরিস্থিতি ভয়াবহ হতে পারে

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত হয়েছেন; এর মধ্য দিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এতথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নারীর বয়স ২২ বছর, আর পুরুষদের একজনের বয়স ৬৫ অন্যজনের ৩২ বছর

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই তিনজনই স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছন। তাদের অন্য কোনও রোগ নেই। সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে বুধবার (১৮ মার্চ) একজনের মৃত্যুর তথ্য জানানো হয়। 

মন্তব্য

উপর